লিবিয়ার সাফা শহরের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জগদীশ চন্দ্র দাস (৩৬) নামের এক বাংলাদেশি যুবক। এসময় নিহত যুবকের কক্ষ থেকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করা হয়।
লিবিয়ার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জগদীশ চন্দ্র দাস নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট এলাকার দাস পাড়া এলাকার গোকুল চন্দ্র দাসের ছেলে। নিহত জগদীশ এক সন্তানের জনক।
নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ার সাফা এলাকায় যায় জগদীশ। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিককে অবগত করেম। বিষয়টি নিয়ে কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে।
এর জের ধরে, বৃহস্পতিবার দুপুরে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করে। পরবর্তীতে জগদীশ দুপুরে খেতে বসলে মালিকের ভাতিজা লোকজন নিয়ে জগদীশের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় তারা জগদীশকে গুলি করে হত্যা করে।
বৃহস্পতিবার রাতে লিবিয়ায় থাকা তার আরেক ছেলে (ছোট) সন্তোষ মোবাইলে তার বড় ভাই জগদীশের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন বলে জানান গোকুল চন্দ্র দাস।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আমরা বিষয়টি জানার পর নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্যকে তাদের খোঁজখবর রাখার জন্য বলা হয়েছে। নিহতের মৃতদেহ দেশে আনার জন্য তাদের সহযোগিতা করা হবে।