আন্তর্জাতিক ডেস্ক: অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে বাঁচাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলো ভ্রাতৃপ্রতীম দেশ সৌদি আরব। দেশটি পাকিস্তানকে ৪২০ কোটি ডলার (৩৫ হাজার ৯৮০ কোটি ২৫ লাখ টাকা প্রায়) সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এ কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর ফলে পাকিস্তানের প্রতি সৌদির সম্পর্কের বরফ কিছুটা গলেছে ধারণা করা হচ্ছে। বেশ কিছু ইস্যূতে মুসলিম প্রধান এ দেশ দুটিতে সম্পর্কের অবনতি হয়েছিল।
বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, তিন দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে বুধবার সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে ৩০০ কোটি ডলার আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের পেট্রলজাত পণ্য দেওয়ার কথাও জানান তিনি। সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইমরান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন সালমান। সেই সময় করোনার কারণে বিধ্বস্ত পাক অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান। সেই আহ্বানে সাড়া দিলেন যুবরাজ।