‘ডলারের মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে’

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধের জন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের চলতি আগস্ট পর্যন্ত মোট ১৮০৩টি বাজার অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরীতে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com