মহামারি ও যুদ্ধে দরিদ্র হয়েছে ১৬৫ মিলিয়ন মানুষ: জাতিসংঘ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে ১৬৫ মিলিয়ন মানুষ (সাড়ে ১৬ কোটি) দরিদ্র হয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে যে, ২০২০ সাল থেকে এই দুই সংকট বিশ্বে এসব দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে।

‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউএনডিপি) এর রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবে।

ইউএনডিপি বলছে, এই ১৬.৫ কোটি মানুষ মহামারিতে কোনও না কোনোভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর।

রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের অন্তত ৭.৫ কোটি মানুষ এখন দিনে গড়ে মাত্র ২.১৫ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ টাকা) দিন গুজরান করেন। এই ধরনের লোকদের ‘অতি দরিদ্রের’ তালিকায় ফেলেছে জাতিসংঘ। এ ছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা) খরচ করতে পারেন।

ওই রিপোর্টেই জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এখন এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে। অবিলম্বে ওই সব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধ করতে আর্জি জানিয়েছে জাতিসংঘ।

চলতি সপ্তাহেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক আর্থনৈতিক সংগঠনগুলোর পরিকাঠামো ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছিলেন। তার দাবি ছিল, এই সব সংগঠন এখনও ঔপনিবেশিক পরিকাঠামো দ্বারা পরিচালিত। এগুলোতে বদল না আনলে উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবনে বদল আনাও সম্ভব হবে না।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com