নাটোর : নাটোরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, ঢাকায় কর্মরত সিআইডির উপপরিদর্শক (এসআই) খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগম নাটোর সদর উপজেলার এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে গৃহকর্মী হিসেবে তাঁদের কাছে এনেছিলেন। ৩ বছর তাঁদের কাছে থাকা অবস্থায় নানা শারীরিক নির্যাতন চালানো হয় ওই কিশোরীর ওপর।
জানা যায়, ওই কিশোরীকে তার মায়ের চাপের মুখে গতকাল বুধবার বিকেলে পরিবারের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যান সুমি বেগম। মাকে পেয়ে কিশোরী তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলে সুমি বেগম জোর করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
টানা-হ্যাঁচড়া ও চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে সুমি বেগমকে ধরে পুলিশে সোপর্দ করেন। নানা দেনদরবারের পর গতকাল দিবাগত রাতে ওই কিশোরীর মায়ের করা মামলায় সুমি বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।