বরিশাল : আগামী ২৪ জুন কেন্দ্র ঘোষিত বিভাগীয় তারুণ্যর সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বরিশাল দক্ষিন জেলা যুবদল এ প্রস্তুতি সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্য জাকির হোসেন নান্নু বলেন, বরিশাল বিভাগের যত ইউনিট আছে বরিশাল দক্ষিন জেলা যুবদল অত্যান্ত গুরুত্বপূর্ন। তাই সমাবেশ সফল করতে জেলার নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মত কাজ করতে হবে।
এড. এইচ এম তসলিম উদ্দীন বলেন, বিভিন্ন থানা এবং পৌর ইউনিট থেকে আগত নেতা-কর্মীদের যতক্ষন সমাবেশ চলবে ততক্ষণ সমাবেশ স্থল ত্যাগ না করার নির্দেশ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল তারুণ্যর সমাবেশ করতে পারেনি। আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের তত্বাবধানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে চুড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশ সফল করব ইনশাআল্লাহ।
বরিশাল দক্ষিন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, প্রধান বক্তা বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এড. এইচ এম তসলিম উদ্দীন, বিশেষ অতিথি কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু, সহ বরিশাল দক্ষিন জেলার অর্ন্তগত যুবদলের বিভিন্ন ইউনিটের সহ-সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।