গাজীপুর: গোপন তথ্যে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, বুধবার (১৪ জুন) রাতে মো. বেলাল হোসেন (৭৬) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। মাদকের একটি মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পরপরই সে আত্মগোপনে চলে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও ছদ্মবেশ ধারণ করে পলাতক জীবনযাপন করতে থাকে।
অবশেষ দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ও র্যাব-১ সিপিসি-১ এর তৎপরতায় আসামি বেলাল হোসেনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা।