লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে অভিজ্ঞতার মূল্য মেলেনি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। উপেক্ষিত থেকেছেন লিটন দাস ও তাসকিন আহমেদও। মেহেদী মিরাজ, আফিফ হোসেনরাও আগ্রহ সৃষ্টি করতে পারেননি। তবে বিস্ময়করভাবে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন।
বুধবার (১৪ জুন) কলম্বোর সাং-রিলা হোটেলে ৪র্থ সংস্করণের নিলাম অনুষ্ঠিত হয়।
২০ হাজার ডলার ভিত্তিমূল্যে মিঠুনকে দলে নেয় গল টাইটান্স। বাংলাদেশের জার্সি গায়ে ১০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ মিঠুন এবারই প্রথম সুযোগ পেলেন কোনো বিদেশী লিগে।
একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসানও। তবে তাকে গল গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে ড্রাফটের আগেই, সরাসরি সাইনিংয়ে। তবে ড্রাফটে ছিল বাংলাদেশের অনেক তারকা ক্রিকেটারের নাম। সব মিলিয়ে এলপিএলে আগ্রহী বাংলাদেশী ক্রিকেটারের সংখ্যা ছিল ২৪ জন।
নাম দিয়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। ছিল তাসকিন ও লিটন দাসের নামও। তামিম ও মুশফিকের ভিত্তিমূল্য ছিল যথাক্রমে ৫০ হাজার মার্কিন ডলার। লিটন ও তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে আগ্রহ দেখায়নি।
উল্লেখ্য, এলপিএলের আসন্ন আসর শুরু হবে ৩০ জুলাই। চলবে ২০ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা ও পাল্লেকেলেতে।