সরকার হঠাতে ঐক্যের বিকল্প নাই: যুবদল সভাপতি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

ঢাকা : বর্তমান সরকার যে কর্মকান্ড করেছে তার জন্য এ সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, অবৈধ সরকার হঠাতে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশ রাজনৈতিক ভাবে চরম সংকটজনক অবস্থায় আছে।

রবিবার (১১ জুন) দেশের ছয়টি বড় শহরে দেশ বাচাঁতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগ আয়োজিত যৌথ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা। এখন আমাদেরকে ঘোষণাও দিতে হবে আমাদেরকে যুদ্ধও করতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য। বাংলাদেশের জনগন আমাদের সাথে আছে।

তিনি বলেন, অবৈধ সরকার হঠাতে ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের আন্দোলন ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে,দুঃশাসনের বিরুদ্ধে।

যুবদল সভাপতি বলেন, হত্যা, গুম, নির্যাতন করেও যখন গণতন্ত্রকামী নেতা-কর্মীদের রুখে দেয়া সম্ভব হয়নি তখন সারাদেশে তারা মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। কিন্তু এসব করেও এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপি নেতা-কর্মীরা এসব মামলা, হামলাকে আর ভয় পায় না। জনগণকে সঙ্গে নিয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। জনতার এই স্রোতে এই অবৈধ সরকারের সিংহাসন ধসে পড়বে।

যুবদল সভাপতি আরো বলেন, আমাদের ভোটাধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। আমাদের দেশের সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ বরিশাল বিভাগের যুবদল, সেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com