তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ.লীগ ১০টি আসনও পাবে না: মির্জা ফখরুল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘এ জন্যই এই দলের (আওয়ামী লীগের) সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক।’

রবিবার (১১ জুন) গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয়, তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে এবার রাজপথেই।

মির্জা ফখরুল বলেন, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের বিশ্বাস জয়, আমাদের সুনিশ্চিত। এবার আর ছাড় দেয়া নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ঐক্যের মধ্য দিয়ে জনগণের অধিকার আদায় করতে হবে।

গাজীপুর মহানগর বিএনপি বিদায়ী কমিটির আহ্বায়ক এম মঞ্জুরুল করিমের সভাপতিত্বে মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, মাজহারুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ প্রমুখ।

সম্মেলনে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন এম মঞ্জুরুল করিম। এর আগে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com