ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আবারো স্বপ্নভঙ্গ হলো টিম ভারতের। তাতেই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরল অস্ট্রেলিয়া। এই টেস্টে প্রথম ইনিংসে ভালো করে শেষ করে অজিরা। অন্যদিকে প্রথম ইনিংসে ফলোঅনে পড়তে যাচ্ছিল টিম ভারত। ব্যাটারদের কল্যাণে দ্বিতীয় ইনিংসে কোনো মতে পার করে তারা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারা ব্যাট করে ইনিংস ঘোষণা করে। তাতেই কোহলি-রহিতদের টার্গেট দাড়ায় ৪৪৪ রান। সেটি টপকাতে গুটিয়ে যায় ভারত। ফলে ২০৯ রানের জয় অস্ট্রেলিয়ার।

৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। তবে দলীয় ৪১ রানে ১৯ বলে ১৮ রান করে আউট হন গিল। এরপর ক্রিজে আসেন পূজারা।

পূজারাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রোহিত শর্মা। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দ্রুতই জোড়া উইকেট হারায় ভারত। ৬০ বলে ৪৩ রান করে রোহিত ও ৪৭ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান পূজারা।

এরপর বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানে মিলে হাল ধরার চেষ্টা করেন। দু’জই মিলে চতুর্থ উইকেট জুটিতে ৪৬ রান সংগ্রহ করে লড়াইয়ের আভাস দেন। তবে ফের জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। কোহলি ৭৮ বলে ৪৯ ও জাদেজা রানের খাতা না খুলেই ফিরে যান সাজঘরে।

এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারায় ভারত। রাহানে ১০৮ বলে ৪৬, শার্দুল ঠাকুর শূন্য ও উম্মেশ যাদব ১২ বলে ১ রান করে ফিরে যান।

এরপর দলীয় ২২৪ রানে ৪১ বলে ২৩ রান করে আউট হন শিকার ভারত। শেষ ব্যাটার হিসেবে সিরাজ আউট হলে ২৩৪ রানে অলআউট হয় ভারত। শেষ পর্যন্ত ২০৯ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিওন ৪টি ও স্কট বোল্যান্ড ৩টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া- প্রথম ইনিংস: ৪৬৯/১০ (স্মিথ ১২১, হেড ১৬৩; সিরাজ ১০৮/৪, শামি ১২২/২, শার্দূল ৮৩/২)

ভারত- প্রথম ইনিংস: ২৯৬/১১০ (রাহানে ৮৯, শার্দূল ৫১; কামিন্স ৮৩/৩, বোল্যান্ড ৫৯/২, স্টার্ক ৭১/২, গ্রিন ৪৪/২)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত ২য় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)

ফলাফল- অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com