আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে অভিযানে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবারের অভিযানে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুলকারেম শহরের নিকটবর্তী নুর শামস শরণার্থী শিবিরে প্রাণঘাতী এই অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। এটি গত বছর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতার সর্বসাম্প্রতিক ঘটনা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা এই সপ্তাহের শুরুতে ইসরায়েলিদের বিরুদ্ধে গুলি চালানোর জন্য সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করতে শনিবার এই অভিযান চালায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, দখলদার ইসরায়েলের গুলিতে নিহত দুই শহিদের লাশ থাবেত সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
তারা জানিয়েছে, উভয় যুবকের বয়স ছিল ২২ বছর। তাদের বুকে, ঘাড়ে ও পেটে গুলি লাগে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, নিহত ব্যক্তিরা গত মঙ্গলবার অ্যাভনেই হেফ্টজে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল। ওই হামলায় একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হয়। অ্যাভনেই হেফ্টজ হলো অধিকৃত পশ্চিম তীরের একটি ইসরায়েলি বসতি, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। সেসময় গুলিবিদ্ধ হয়ে তারা নিহত হয়। অভিযানে আরও দুই জনকে আটক করা হয়েছে।
গাজার শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, নিহত দুই যুবক তাদের একটি শাখার সদস্য ছিল।