শিরোনাম
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা পুণ্যের সন্ধানে মহাকুম্ভের পথে পুনম পান্ডে কুম্ভমেলায় পদদলনের ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫, আহত শতাধিক এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় চুক্তি ফকিরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী

‘চিফ হিট অফিসার’ কী, ৬ মহাদেশে ছয়জন কীভাবে নিয়োগ হলেন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান বিশ্ব পুড়ছে প্রচণ্ড তাপদাহে। গ্রীষ্মকালে রাজধানী ঢাকা থেকে শুরু করে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের বড় সমস্যা এখন তাপমাত্রা বৃদ্ধি। বছরে বছরে তাপমাত্রা বাড়তে থাকায় নাকাল হচ্ছে জনজীবন। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের তাপমাত্রা যেমন রেকর্ড গড়েছে তেমনিভাবে বিশ্বের অনেক দেশেই এমন রেকর্ড হয়েছে। বৈশ্বিক এই সমস্যা নিরসনে মার্কিন ভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রক এবং এক্সট্রিম হিট রেজিলিয়েন্স অ্যালায়েন্স (ইএইচআরএ) ২০২১ সাল থেকে কাজ করছে।

তাপমাত্রা কমাতে ছয় মহাদেশে পাইলট প্রজেক্ট শুরু করেছে ইএইচআরএ। একই সঙ্গে বিশ্বে প্রথমবারের মতো চিফ হিট অফিসার (চিএইচও) পদ তৈরি করে পাইলট প্রজেক্টে নিয়োগ দিয়েছে জাতিসংঘের এই সহযোগী সংগঠনটি। বাংলাদেশে এই পদে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন।

পরিবেশবিদরা বলছেন, চরম তাপমাত্রা শহরগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করছে। প্রতি বছর এই অবস্থা চলতে থাকলে তা ক্রমশ বিপজ্জনক হতে থাকবে। ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী সাড়ে তিনশো কোটির বেশি মানুষ অতিরিক্ত তাপ প্রবাহের ভুক্তভোগী হবে।

এই বিপদ মোকাবিলা করার জন্যই মূলত আর্শট-রক এবং এক্সট্রিম হিট রেজিলিয়েন্স অ্যালায়েন্স (ইএইচআরএ) বিশ্বের প্রথম চিফ হিট অফিসার পদ তৈরি এবং পরীক্ষামূলক নিয়োগ শুরু করেছে। রকফেলার ফাউন্ডেশন যেসব দেশে হিট অফিসার নিয়োগ দিয়ে থাকে, সেখানে নারী ব্যক্তিত্বকেই প্রাধান্য দেয়।

চিফ হিট অফিসারদের কাজ কী?

নগরের বাসিন্দাদের তাপ সুরক্ষা প্রদানের কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে চরম তাপের ঝুঁকি এবং প্রভাব কমাতে কাজ করবেন এই কর্মকর্তারা। পাশাপাশি তাপমাত্রা সহনীয় রাখতে সরকারি-বেসরকারি বিভিন্ন পদক্ষেপকে সমন্বয় করবেন তারা।

সিএইচও নগরের তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানাবিধ প্রক্রিয়া অনুসরণ করে থাকেন।

একজন সিএইচওর মূল দায়িত্ব হলো—তাদের সহকর্মীদের মাঝে চরম তাপের ঝুঁকি এবং সমাধান সম্পর্কে সচেতনতা বাড়ানো, সম্প্রদায় এবং আশেপাশের এলাকার মধ্যে যেগুলো চরম তাপের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করা, তাপ তরঙ্গের পরিকল্পনা এবং তাপ মোকাবিলায় বিজ্ঞান সম্মত পদক্ষেপ নেয়া, স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করা, দীর্ঘমেয়াদী তাপ ঝুঁকি হ্রাস এবং শীতলকরণ প্রকল্প বাস্তবায়ন করা ইত্যাদি।

যেভাবে নিয়োগ হয় চিফ হিট অফিসার

চিফ হিট অফিসার মূলত নিয়োগ করা হয় স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে। যে সব কর্মকর্তারা তাপ সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের জন্য কাজ করে আসছেন তারাই নিয়োগ প্রক্রিয়ায় প্রাধান্য পান। আর্শট-রকের নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা অনুযায়ীই হিট অফিসার নিয়োগ পেয়ে থাকেন। সংস্থাটি প্রতিটি মহাদেশে একজন সিএইচও নিয়োগ দেবে। এ পর্যন্ত ছয়টি মহাদেশে নিয়োগ দেওয়া হয়েছে।

একনজরে বৈশ্বিক চিফ হিট অফিসার যারা

উত্তর আমেরিকা

এই মহাদেশে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জেন গিলবার্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি-ডেড কাউন্টিতে আর্শট-রকের চিফ হিট অফিসার। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, জলবায়ু প্রশমন এবং অভিযোজন এবং শহুরে স্থিতিস্থাপকতায় তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

দক্ষিণ আমেরিকা

এই মহাদেশে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন চিলির ক্রিস্টিনা হুইডোব্রো টর্নভাল। তিনি হলেন সান্তিয়াগো ডি চিলিতে আর্শট-রকের চিফ হিট অফিসার। পৌর ও আঞ্চলিক উভয় পর্যায়ে পাবলিক পলিসি, নগর পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নে প্রকল্প সমন্বয়ের ক্ষেত্রে তার ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

আফ্রিকা মহাদেশ

এই মহাদেশে চিফ হিট অফিসার হলেন সিয়েরা লিওনের ইউজেনিয়া কার্গবো। ইউজেনিয়া কার্গবো দেশটির ফ্রিটাউন শহরে আর্শট-রকের চিফ হিট অফিসার হিসেবে নিযুক্ত। তার পেশাগত কর্মজীবন ব্যাংকিং শিল্পে। ২০১১ সালে ইউনাইটেড ব্যাংক ফর আফ্রিকাতে একজন গ্রাহক পরিষেবা অফিসার হিসেবে শুরু হয়েছিল তার পেশাদার জীবন। তিনি ফ্রিটাউন সিটি কাউন্সিলে স্যানিটেশন লিড হিসেবেও কাজ করেছেন। কার্গবো সিয়েরা লিওন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং মিলানের ইউনিমাক থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ইউরোপ মহাদেশ

এই মহাদেশে চিফ হিট অফিসার হয়েছেন গ্রিস থেকে, এথেন্সের বাসিন্দা এলিসাভেট বার্গিয়াননি। তিনি এথেন্সের স্থিতিস্থাপকতা এবং স্থায়িত্ব বিভাগের প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে কাজ করছেন।

অস্ট্রেলিয়া মহাদেশ

এই মহাদেশে চিফ হিট অফিসার হয়েছেন অস্ট্রেলিয়া থেকে। তারা হলেন- ক্রিস্টা মিলনে এবং টিফানি ক্রফোর্ড। মেলবোর্ন শহরের জন্য স্থায়িত্ব এবং জলবায়ু উদ্যোগ নিয়ে এক দশক ধরে কাজ করছেন ক্রিস্টা মিলনে। যার ফলে স্থানীয় জনসংখ্যাকে চরমভাবে প্রভাবিত করে এমন প্রাকৃতিক বিপজ্জনক বিষয়গুলোর বিশেষজ্ঞ হয়ে উঠেছেন তিনি। মেলবোর্ন শহরের জন্য জিরো কার্বন বিল্ডিং তৈরি, নবায়নযোগ্য জ্বালানির সহজলভ্যতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে শহরটিকে খাপ খাইয়ে নিতে তিনি কাজ করেছেন।

এশিয়া মহাদেশ

এই মহাদেশে চিফ হিট অফিসার পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের বুশরা আফরিন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন—ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর ডিএনসিসির হিট অফিসার হিসেবে নিয়োগ পান বুশরা। তিনি ডিএনসিসি এলাকায় দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগাতে কাজ করবেন।

অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল ডেভলপমেন্ট স্টাডিজ অ্যান্ড ড্রামা বিষয়ে স্নাতক বুশরা আফরিন জলবায়ু, পশুপ্রাণী, মাইক্রো ক্রেডিটসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন বিষয়ে গবেষণা ও কাজ করে থাকেন। সিটি মাইক্রো-ক্রেডিট বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পদকও পেয়েছেন।

বুশরা দেশের পোশাক কর্মীদের সুরক্ষা দিতে এবং আরও টেকসই পণ্য সরবরাহ করতে কাজ করছেন। তার উদ্যোগে গার্মেন্টস শিল্পের উৎপাদন ফ্লোরে তাপ কমাতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি কারখানায় পরিবর্তনগুলি বাস্তবায়নের মাধ্যমে কর্মজীবী মায়েদের জন্য সমর্থন বাড়িয়েছেন, যেমন ডেডিকেটেড ফিডিং রুম অন্তর্ভুক্ত করা এবং ডে কেয়ারে শিশু-যত্ন প্রদানকারীদের প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি।

এছাড়া সারা বিশ্বের জন্য গ্রিসের এলেনি মাইরিভিলিকে চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন। এথেন্স, গ্রিসের চিফ হিট অফিসার মাইরিভিলিকে সম্প্রতি ইউএন হ্যাবিট্যাটে গ্লোবাল চিফ হিট অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বিশ্বের ৬০টি দেশের শহরে চরম তাপের সমাধান করতে কাজ করছেন৷

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com