বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকাই সিনেমার অনেক তারকাকেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে নাম উল্লেখ না করে নানা ইস্যুতে এক অপরে খোঁচা দিচ্ছেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি। কোনো লুকোছাপা নেই, যা বলেন সরাসরি। তবে এবার একটু রসহ্য রেখে তিনিও খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন যোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।
বৃহস্পতিবার ভোর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে তিনটায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারন আমি লোক দেখানো নকল মানুষ না।’
এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’
রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারেনা। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারন ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’
পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’
স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাতমাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও, আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।