ঢাকা: বাংলাদেশকে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘এই দেশের মালিক জনগণ। সেই জনগণ আমি,আপনি সকলেই। এই দেশের সকল জনগণ বাংলাদেশি। কিন্তু জনগণের সেই দেশকে একটি গোষ্ঠী; আওয়ামী লীগ লুটপাট করছে। আজকে আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ আর তা হচ্ছে দেশটা উদ্ধার করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যেই ২৭ দফা, বিএনপির রূপরেখা দেওয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন; টেক ব্যাক বাংলাদেশ।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ‘বিএনপি বিভাগীয় গণসমাবেশে ১০ দফা তুলে ধরা হয়েছে। কারণ, আমরা এই সরকারকে হঠাতে চাই। এবং এই সরকারকে না হঠাতে পারলে যত অনাচার অত্যাচার দেশে যত রকমের অন্যায় আছে তা কিন্তু দূরীভূত করতে পারব না। অর্থাৎ গণতন্ত্র না থাকলে স্বাভাবিকভাবেই কোনো সেক্টরই সুন্দরভাবে চলতে পারে না। এটাই আওয়ামী লীগ প্রমাণ করেছে।’
স্বাধীনতার পর করেছিল বাকশাল করে এখন আবার করছে অলিখিত বাকশাল করে। বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আশা করি দলমত নির্বিশেষে প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করব, জনগণের কাছে ফেরত দেব, যোগ করেন তিনি।
খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্য করে বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলমত গোষ্ঠী সকলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নিয়ে চিন্তা করেছেন। কাজেই আপনাদের দুঃখে আমরা দুঃখী আপনাদের সুখে আমরা সুখি। আমরা ধর্মনিরপেক্ষ নই, যার যার ধর্ম সেই পালন করবে আমরা সেই কথায় বিশ্বাসী। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টাসহ খ্রীষ্টান সম্প্রদায়ের নেতা-কর্মীরা।