প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন? যা বললেন জাহ্নবী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: বাবা বনি কাপূর চেয়েছিলেন, মেয়ে নিজ যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়ে উঠুক। তাই জাহ্নবী কাপূরকে শুরুতেই নিজের পরিচালিত কোনো ছবিতে নেননি। শ্রীদেবী-কন্যারও লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তোলা। এমনকি টাকার জন্য যে কোনো প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনিও।

বর্তমানে ৬টি ছবি করে রীতিমতো জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী। বড়দিনের আগে কোন তারকাকে কী উপহার পাঠাতে চান, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। আর প্রেম? ওরহান অবত্রমানীকে নিয়ে গুজব ধামাচাপা দিলেও, বর্তমানে কার সঙ্গে আছেন সে প্রশ্নের উত্তরে কিছুতেই বললেন না তিনি। তবে এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।

রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনও? এমন প্রশ্ন করতেই লজ্জায় পড়েছিলেন ‘মিলি’র এ নায়িকা। সাংবাদিককে অবাক করে জাহ্নবী জবাব দিয়েছিলেন, “হ্যাঁ, প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।”

‘আমরা’ মানে কারা? প্রশ্নের উত্তরে জাহ্নবী জানান, সাংবাদিক, আলোকচিত্রী— সবাইকে এড়িয়ে চলতেন এক সময়। কখনও কখনও এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা থেকে নিজেদের আড়াল করতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, সেটা সে কখনওই চাননি। সেসময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর।

জাহ্নবী জানান, “রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন ওর সঙ্গে প্রেম করে খুশি। যদিও আমরা তিন জনেই আগে বন্ধু, তার পর সবকিছু।”

কয়দিন বাদে খেলা নিয়ে ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। তা ছাড়াও পারিবারিক ছবি ‘বাওয়াল’-এ দেখা যাবে তাকে। যা আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাবে।

সূত্র : আনন্দবাজার

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com