বিনোদন ডেস্ক: বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহির পর এবার আইনি ঝামেলায় ফেঁসে যাচ্ছেন সেখানকার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আজ শুক্রবার অর্থ আত্মসাৎ ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে রাকুলকে তলব করেছে ইডি। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে এ অভিনেত্রীকে হাজিরা দিতে হবে। রাকুলের পাশাপাশি ভারতীয় রাষ্ট্র সমিতির বিধায়ক রোহিত রেড্ডিকেও তলব করেছে ইডি।
এর আগে জ্যাকুলিনকে লম্বা সময় অর্থ আত্মসাৎ মামলায় নাজেহাল হতে হয়েছে। এ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম উঠেছিল তার। সুকেশের সঙ্গে বেশ দহরম মহরম ছিল এই অভিনেত্রীর। তার সঙ্গে ঘুরে বেড়াতেন, তার দেওয়া উপহার সামগ্রী নিতেন তিনি। সেই ধারাবাহিকতায় নিতে হয়েছিল অপরাধের দায়ভার। অন্তর্বতী জামিনে ছাড়া পেলেও ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে শ্রীলঙ্কার এই সুন্দরীকে।
এরপর একই মামলায় ফেঁসে যান নোরা ফাতেহি। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তাকে একাধিকবার তলব করে দিল্লি পুলিশের অর্থনীতিবিষয়ক অপরাধ শাখা। এবার সুকেশের ঘনিষ্ঠজন না হয়েও অপরাধীর তালিকায় নাম উঠল রাকুলের।