স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে এক হার ও এক ড্র নিয়ে শেষ ষোলর আশা তলানিতে নেমে গিয়েছিল লাতিন আমেরিকার দলটির। তবে সম্ভাবনা যে এখনও শেষ হয়নি, সেটাই যেন শেষ ম্যাচের প্রথমার্ধে জোরালোভাবে মনে করিয়ে দিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নেমেছে উরুগুয়ে। প্রথমার্ধের খেলা শেষে আফ্রিকান দলটির জালে জোড়া গোল দিয়েছে সুয়ারেজ-কাভানিরা।
শেষ ষোলর দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে উরুগুয়েকে। তাই ম্যাচের শুরু থেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসে লাতিন দলটি। প্রতি আক্রমণে পিছিয়ে ছিল না ঘানাও। সুযোগ পেলেই উরুগুয়ের রক্ষণে ভীতি ছড়িয়েছে তারাও।
১৯তম মিনিটে একবার নিশ্চিত গোলে সুযোগ পায় ঘানা। উরুগুয়ের অধিনায়ক ডারউইন নুনেজ পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় আফ্রিকান দলটি। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি আন্দ্রে মরগান।
এই ঘটনার সাত মিনিট পর প্রথম গোলটা পেয়ে যায় উরুগুয়ে। ২৬ তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলটিকে লিড এনে দেন ডি আরাস্কেটা। তবে এখানেই থামেননি আরাস্কেটা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩২তম মিনিটে আবারও উরুগুয়ের জালে বল জড়ান আরাস্কেটা। এবার তাকে অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ২ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।