ধর্ম নিয়ে মন্তব্যের জেরে তুমুল বিতর্ক, মুখ খুললেন সাই পল্লবী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যা কবলিত। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জের অবস্থা ভয়াবহ। বলা হচ্ছে, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি।

শনিবার বিকেলে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং এ তিনি এসব জানান।

প্রতিমন্ত্রী বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে সেনাবাহিনী।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জে আগামী দুই দিনে বন্যার আরও অবনতি হবে। মঙ্গল ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতি উন্নতি হবে। তবে দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দিবে। এই সময়ে ওপরের পানি নেমে যাবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com