ঠাকুরগাঁও: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার কোনো কথাই আমরা গুরুত্ব দেই না। কারণ তিনি কোনো সিদ্ধান্ত নেন না। নেন শেখ হাসিনা। এজন্যই তার কথার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
‘ক্ষমতায় না থাকতে পেরে বিএনপিতে পতন ধরেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় এসেছে। সুতরাং ক্ষমতার বাইরে থাকলে পতনশীল হয় না। বিএনপি যে উচ্চ ও ঊর্ধ্বগামী দল তা প্রমাণ করতে শুধু একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
বিএনপি মহাসচিব বলেন, দেশের পরিবেশ খারাপের দিকে যাচ্ছে। এটাকে আরও খারাপ না করে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। পদত্যাগের পর নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তা না হলে রাজনৈতিক সংকট উত্তরণের কোনো পথ থাকবে না।
বিএনপি প্রধান খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার যে কথা প্রধানমন্ত্রী বলেছেন এমন মন্তব্যকে ভয়ংকর উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল। বলেন, শেখ হাসিনা যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান; তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সবসময় সন্ত্রাস ও ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় আসে। এবারও তারা একইভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুজ্জামান নুরু ও সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম বকুল প্রমুখ।