বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাডুকোন এবার নতুন সুখবর দিতে চলেছেন। তবে তার আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ বিষয়ে ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।
মঙ্গলবার নিজের একটি ছবি শেয়ার করেন এই বলিউড অভিনেত্রী। যেখানে হালকা সাদা রঙের সালোয়ার-কামিজ পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় দীপিকাকে।
নিজের ওই ছবির সঙ্গে ক্যাপশনে ‘ফেব্রুয়ারি’ বলে একটিমাত্র শব্দ যোগ করেন দীপিকা পাড়ুকোন। ফেব্রুয়ারি মাসে কিসের ইঙ্গিত দিলেন দীপিকা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যখন ওই ছবি শেয়ার করেন, সেই সময় অভিনেত্রীর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। তবে কারিনা, আনুশকার পর দীপিকাও কি এবার নতুন কোনো সুখবর দিতে চলেছেন বলে অনেকে প্রশ্ন করেন।
কারিনা, আনুশকার পর দীপিকাও কি এবার নতুন কোনো সুখবর দিতে চলেছেন বলে অনেকে প্রশ্ন করেন। যদিও অনুরাগীদের প্রশ্নের কোনো উত্তর দীপিকা দেননি। স্ত্রীর হাসিমুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলে সেই ইঙ্গিতও।
এবার শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুুকোন। ওই ছবিতে জন আব্রাহামও থাকছেন। অন্যদিকে ঋত্বিক রোশনের সঙ্গে ৩০০ কোটির ‘রামায়ণ’-এ দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমন খবরও প্রকাশ্যে আসে।