ঢাকা : গত তিন দিনের ধারাবাহিকতায় সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবারও (৭ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সে সঙ্গে লেনদেনেও রয়েছে ধীরগতি।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ৪৫২টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে ছয় হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ১১ পয়েন্ট কমেছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৮২ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৮১৪ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৫৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।