আন্দোলনের প্রয়োজন নেই, দ্রব্যমূল্য কমে যাবে : কাদের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

ঢাকা : দ্রব্যমূল্য নিয়ে বিএনপি আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে, আন্দোলনের প্রয়োজন নেই। শনিবার (২ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সবকিছুই বেলা শেষে করে। যখন যেটা করা দরকার, তাদের কর্মসূচি তার ধার কাছেও নাই ৷ আগামীকাল থেকে রমজান। মিডিয়ায় আপনারাই খবর দিয়েছেন, রমজানের প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির আন্দোলনের প্রয়োজন নেই। দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে।

তিনি বলেন, বিএনপি যাকে আন্দোলনের নেতা বলছে সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আর রাজনীতি করবে না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ফিরিয়ে আনতে জনগণের কেনো গণঅভ্যুত্থান করতে হবে? বরং আমরা প্রকৃতি সত্যি তুলে ধরে জনগণকে বিএনপির মিথ্যাচার আর বিভ্রান্তি থেকে মুক্ত করতে চেয়েছি।

সেতুমন্ত্রী বলেন, জনগণ বুঝে গেছে বিএনপির আন্দোলনের ডাক দুরভিসন্ধিমূলক। ফাঁকা আওয়াজ। বিএনপিকে এদিক ওদিক না ঘুরে জাতীয় নির্বাচনে আসার প্রস্তুতি নিতে হবে। নির্বাচন সাংবিধানিকভাবে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোন স্বপ্ন দেখে লাভ নেই।

মেয়াদোর্ত্তীণ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের দলের অভ্যন্তরে গনতান্ত্রিক কার্যক্রম বিদ্যমান আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল করতে হবে। হিসাবে অংশ নিবে। এর আগেই তৃণমূল ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সম্মেলনের প্রস্তুতি নিতে হবে। অনতিবিলম্বে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মনি,ড.হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, শফিকুল চৌধুরী নাদেল, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com