ঢাকা : বাংলাদেশের কারখানায় তৈরি অ্যামোলেড ডিসপ্লের প্রথম ফোন আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। স্মার্টফোনটি হচ্ছে- রেডমি নোট ১১। এরই মধ্যে ফেসবুক পোস্টে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, নতুন নোট সিরিজের স্মার্টফোন হবে রেডমি নোট ১১। ফোনটি আগামী ২১ মার্চ দেশে উন্মোচন করা হবে।
এটাই দেশে তৈরি শাওমির প্রথম নোট সিরিজের ফোন হতে যাচ্ছে। সর্বাধুনিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে ফোনটিতে। এই ডিসপ্লের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি খুবই টাচ সেনসেটিভ, হালকা স্পর্শেই ব্যবহারকারীরা কাজ করতে পারেন। গেমারদের পছন্দের শীর্ষে থাকে এই ডিসপ্লের স্মার্টফোন। ফোনটির দাম সর্ম্পকে জানা সম্ভব হয়নি।
ডিভাইসটিতে দেয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির ৯০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং ডিসপ্লের রেশিও ২০:৯। অক্টাকোরের ৬ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং মিইউআই ১৩। স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
দেশে গত বছরের অক্টোবরে শাওমি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের ঘোষণা দেয়। গাজীপুরে অবস্থিত কারখানায় প্রতি বছর অন্তত ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করার সক্ষমতা রয়েছে ব্র্যান্ডটির। এরই মধ্যে দেশে তৈরি দুটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন এনেছে শাওমি।