বিনোদন ডেস্ক : ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম। নিজের গানের পাশাপাশি একাধিক হিন্দি মিউজিক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন। আকস্মিকভাবে সেসব ছেড়ে দিয়েছেন। টিভি পর্দায় রিয়েলিটি শোয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও সেসবে তেমনটা দেখা যায় না এই শিল্পীকে।
‘ইন্ডিয়ান আইডল’, ‘সারেগামাপা’-এর মতো শো সঞ্চালনা করেছেন সোনু নিগম। হিন্দি রিয়েলিটি শোগুলোর কর্তৃপক্ষ আজকাল বলেন—প্রতিযোগীদের গানের প্রশংসা করতে হবে, যদি তারা খারাপ গান গায় তাহলেও। আর এ কারণে হিন্দি রিয়েলিটি শো ছেড়েছেন তিনি। ভার্চুয়ালি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন এই শিল্পী।
সোনু নিগমের ভাষায়—‘এদের উপরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমি সেই পুরোনো কথা বলে বলে, গান খারাপ হলেও প্রশংসা করে করে ক্লান্ত। এখন আর শুধু অর্থের জন্য কাজ করে পোষায় না। তাই আজকাল হিন্দি রিয়েলিটি শোগুলোকে হ্যাঁ-ও বলি না।’
বর্তমানে বাংলায় একটি রিয়েলিটি শোয়ের বিচারক সোনু নিগম। ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’-তে তার সঙ্গে রয়েছেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী।
এখন আর নতুন কোনো শোয়ে বিচারক হিসেবে থাকতে রাজি হন না সোনু নিগম। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘আমাকে হিন্দি মিউজিক রিয়েলিটি শোয়ের ঠাকুরদা বলা যেতে পারে। ২২ বছর আগে যখন একটা শো হোস্ট করেছিলাম, তখন এই কনসেপ্ট নতুন। তারপরে এত বছরে একাধিক শোয়ে অংশ নিয়েছি। কিন্তু এখন নতুন কোনো অফার এলে না করে দিই।’
শুধু সোনু নিগম নয়, গত বছর কিশোর কুমারের ছেলে অমিত কুমার একই অভিযোগ করেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর বিরুদ্ধে। অমিত কুমার বলেছিলেন, ‘শুধু টাকার জন্য এই শোয়ের প্রতিযোগিদের প্রশংসা করেছি। কিছু কিছু গান এত খারাপ ছিল যে, শো ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করেছিল।’