বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ভালোবেসে ঘর বাঁধেন পরিচালক রাজীবের সঙ্গে। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। ২০১৬ সালে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী কৃষাণ ভিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।
একই বছরের জুলাই মাসে তার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারেন শ্রাবন্তী। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। একই বছরের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান এই অভিনেত্রী।
২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। দ্বিতীয় বিয়ে ভাঙার পর রোশানের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও তারা কাগজে-কলমে স্বামী-স্ত্রী। বছর দুয়েক ধরে আলাদা থাকছেন। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আপাতত তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।
তৃতীয় স্বার সঙ্গে বিয়েবিচ্ছেদ না হলেও অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, প্রতিবেশী অভিরূপ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। এ নিয়ে সমালোচনা কম হয়নি। প্রকাশ্যে এসেছে এ জুটির বেশ কিছু ছবিও। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেক বিয়ে প্রেম করে করেছেন তিনি। এক সংসার ভাঙর পর কিংবা কাগজে-কলমে কারো স্ত্রী থাকাবস্থায় অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়েছে। শ্রাবন্তী কেন পরকীয়া সম্পর্কে জড়ান? এই প্রশ্ন এবার তুলেছেন এ অভিনেত্রীর বর্তমান স্বামী রোশান সিং।
মঙ্গলবার (১৫ মার্চ) রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন—‘সে (স্ত্রী লিঙ্গ) কেন পরকীয়া সম্পর্কে জড়ায়?’ যদিও প্রশ্নটি আকারে ইঙ্গিতে করেছেন। এই প্রশ্নে শ্রাবন্তীর নাম উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম কথা বলেন রোশানের সঙ্গে। প্রশ্নটি কাকে করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন রোশান। তার ভাষায়—‘আমি একজন পুরুষ। তাই সাধারণভাবে একজন নারীর কাছে এই প্রশ্ন রেখেছি।’ রোশান বিষয়টি এড়িয়ে গেলেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি।