ঢাকা : ভোজ্যতেল উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৪ মার্চ) এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) সরকার আগামী ৩০ জুন পর্যন্ত সয়াবিন তেলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এদিকে এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের ওপর ভ্যাট মওকুফের এই সিধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এটি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
এদিকে সোমবার দুপুরে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট কমানোর জন্য এনবিআরকে নির্দেশ দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গ,বর্তমানে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫%, আর সরবরাহ পর্যায়ে ৫% ভ্যাট আছে।