বাগেরহাট : বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৩ জেলে–মাঝিসহ ভারতীয় একটি মাছ ধরার ট্রলার আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাগেরহাটের মোংলাসংলগ্ন বাংলাদেশ জলসীমানায় ট্রলারটি আটক করা হয়।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লে. কমান্ডার বি এন আমিরুল হক।
লে. কমান্ডার বি এন আমিরুল হক বলেন, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল বাংলাদেশ কোস্টগার্ডের সোনার বাংলা নামের একপি জাহাজ। এ সময় মোংলাসংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমার ৭ থেকে ৮ নটিক্যাল মাইল বাংলাদেশ জলসীমার ভেতরে এসে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারটি আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলারে কিছু মাছও রয়েছে। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।