আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় জাতিসংঘের সাধারণ পরিষদে আনা নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনার (উপহারের) টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।
দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাতে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে। সম্প্রতি লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
গত বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়। বাংলাদেশ, ভারতসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।