আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে তিনি জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়। খবর- পার্সটুডের
ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে জেলেনস্কির ভাষণ একযোগে প্রচারিত হয়; ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আবেগময়ী কথাবার্তা বলে ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়। আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোনা দেশ বাঁচত পারবে না।
জেলেনস্কি এ পর্যন্ত যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউরোপীয় নাগরিকদেরকে কিছুক্ষণ নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা আপনাদেরই মহাদেশ- ইউরোপকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তার দেশের সেনারা যে আগ্রাসন প্রতিহত করছে তা ব্যর্থ হলে ওই আগ্রাসন থেকে ইউরোপের কেউ রক্ষা পাবে না।
জেলেনস্কি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশ তার আহ্বানে সাড়া দেয়নি। জেলেনস্কি ইউরোপীয় জনগণকে রাজপথে নেমে রুশ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের জন্য তাদের সরকারগুলোকে বাধ্য করার আহ্বান জানান।