ঢাকা: আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মিয়ামি বিমানবন্দরে অবতরণ করছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ১২৯ যাত্রী নিয়ে আমেরিকান এয়ারলাইনসের এএএলথ্রিএইট ফ্লাইটটি যাচ্ছিল লন্ডনে। প্রায় ৫০০ মাইল পাড়ি দেয়ার পর নর্থ ক্যারোলাইনা উপকূল থেকে ফিরে যেতে হয়েছে ফ্লাইটটিকে। কারণ, এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী মাস্ক পরতে রাজি ছিলেন না এক যাত্রী।
করোনা মহামারির মধ্যে ভালোই বিপাকে আছেন উড়োজাহাজকর্মীরা। প্রায়ই শোনা যায়, স্বাস্থ্যবিধি মানাতে যাত্রীদের খারাপ আচরণের মুখে পড়ছেন তারা। এমনকি যাত্রীদের হাতে ফ্লাইট অ্যাটেনডেন্টদের ঘুষি খাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে।
তবে আমেরিকান এয়ারলাইনসে বুধবার যা ঘটল, তা আগের সবকিছুকে ছাপিয়ে গেছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ১২৯ যাত্রী নিয়ে আমেরিকান এয়ারলাইনসের এএএলথ্রিএইট ফ্লাইটটি যাচ্ছিল লন্ডনে। প্রায় ৫০০ মাইল পাড়ি দেয়ার পর নর্থ ক্যারোলাইনা উপকূল থেকে ফিরে যেতে হয়েছে ফ্লাইটটিকে। কারণ, এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী মাস্ক পরতে রাজি ছিলেন না এক যাত্রী।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, ৪০ বছরের ওই যাত্রীকে কোনোভাবেই মাস্ক পরাতে রাজি করানো যায়নি। এই কারণে বাধ্য হয়ে আবারও ৫০০ মাইল পাড়ি দিয়ে ফিরে যেতে হয়েছে তাদের।
এক গোয়েন্দা পুলিশের বরাতে সিএনএন বলছে, ফ্লাইটটি ফিরে আসার পর উড়োজাহাজের কর্মীরা ওই নারীকে নামিয়ে দেন। পরে এয়ারলাইনস কর্মকর্তারা বিষয়টি সামলান।
মাস্ক না পরায় ৫০০ মাইল পাড়ির পর ফেরত গেল ফ্লাইট
করোনায় এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল ফ্লাইট অ্যাটেনডেন্টস ইউনিয়নের সভাপতি সারা নেলসন গার্ডিয়ানকে বলেন, ‘অক্টোবরে এক যাত্রীকে চলন্ত ফ্লাইটে ফোনে কথা বলা বন্ধ করে মাস্ক পরার অনুরোধ করায় তিনি অ্যাটেনডেন্টকে ঘাড় মটকে দেয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) রেকর্ড বলছে, ২০২১ সালে উড়োজাহাজে নিয়ম না মানার ঘটনা ঘটেছে পাঁচ হাজার ৯৮১ বার, দিনে গড়ে ১৬টি। এসবের মধ্যে চার হাজার ২৯০টি মাস্ক সংক্রান্ত ঘটনা। আর চলতি বছরের এ পর্যন্ত নিয়ম ভাঙার ঘটনা ১৫১টি; ৯০টি মাস্ক সংক্রান্ত।
কদিন আগে, ছুটি কাটাতে প্রেমিক ও বোনকে নিয়ে মেক্সিকো যাত্রা করেছিলেন সাবেক মিস ইউনিভার্স ও মডেল অলিভিয়া কালপো। কালো সাইকেল শর্টস, ব্র্যালেট এবং লম্বা ঢিলেঢালা কালো সোয়েটারে দারুণ দেখাচ্ছিল ২৯ বছরের এই মডেলকে।
তবে আমেরিকান এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, এই পোশাকে ফ্লাইটে চড়া সম্পূর্ণ নিষেধ। বাধ্য হয়ে, প্রেমিকের হুডি পরে উড়োজাহাজে চড়তে হয়েছিল অলিভিয়াকে।