ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেও বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ থামাতে পারবে না।”
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দীর্ঘ লড়াই সংগ্রাম রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সুযোগ এসেছে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করার। কিন্তু কিছু চিহ্নিত মহল বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে থামিয়ে দিতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ষড়যন্ত্রকারীরা সফল না হয়।”
বিএনপির চেয়ারম্যান বলেন, “দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে দরকার একটি গণতান্ত্রিক সরকার। সকল গুম খুনের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
তারেক রহমান বলেন, “প্রায় ১৬ বছরের একটি দুঃসহ সময় আমরা পার করেছি। দেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তাই কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রকে রুদ্ধ করতে পারবে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রক্ত ঝরিয়েছে। কিন্তু কখনো রাজপথ ছাড়েনি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে দেড় লাখ মামলা দেয়া হয়েছে। দিনের পর দিন বছরের পর বছর বিএনপির নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া ছিল। সেই বিভীষিকাময় দিন শেষ হয়েছে।”
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, “রাষ্ট্র কখনো এসব শহীদের অবদান ভুলে যাবে না। জনগণের সমর্থনে বিএনপি আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের গুরুত্বপূর্ণ সড়ক সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে শহীদদের নামে। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম শহীদদের আত্মত্যাগ মনে রাখে।”