আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাচ্ছেন আজ (শনিবার)। আইনশৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচনের প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ দলের উপ-প্রধান ইনতা লাসে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।
সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের ৬৪ জেলায় ৫৬ পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন৷ তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবে। এ সময় পর্যবেক্ষক দল জানান, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। ইনতা লাসে, ডেপুটি চিফ, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ দল