কিছুদিন আগেই জাতীয় দলের জার্সিতে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন। সেই ফর্ম ক্লাব ফুটবলেও নিয়ে এলেন আর্লিং হালান্ড। জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। একই রাতে ফুলহামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। আর চেলসির কাছে হেরে চাকরি হারিয়েছেন নটিংহাম ফরেস্টের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু।
ম্যানচেস্টার সিটি ২–০ এভারটন
শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে হালান্ডের জোড়া গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিষ্প্রভ প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। খুব একটা ভালো খেলতে পারেননি হালান্ডও। নিজের ছায়া হয়েই ছিলেন। তবে তিনি জ্বলে ওঠেন দ্বিতীয়ার্ধে। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার দলকে নিয়ে আসেন জয়ের পথে।
৫৮ মিনিটে নিকো ও’রাইলির ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো এক হেডে দলকে এগিয়ে দেন হালান্ড। এ নিয়ে সিটির জার্সিতে লিগে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পান তিনি। কিছুক্ষণ পরই সাভিনিওর কাটব্যাক ধরে বাঁ পায়ের শটে আবারও বল জালে পাঠান হালান্ড। বলটা অবশ্য এভারটন ডিফেন্ডার জেমস তারকোফস্কির শরীরের লেগে একটু দিক পরিবর্তন করেছিল।
পাঁচ মিনিটের এই হলান্ড-ঝড়ের আগে বেশি সুযোগ পেয়েছিল এভারটনই। সুযোগগুলো কাজে লাগাতে না পারার মূল্যই দিতে হলো ডেভিড ময়েজের দলকে। তবে ম্যাচের শেষ দিকে ভাগ্যক্রমেই আত্মঘাতী গোলের হাত থেকে বেঁচেছে এভারটন। জেইক ও’ব্রায়েনের হেড নিজেদের ক্রসবারে লেগে প্রতিহত হয়। ম্যাচের বাকি সময়ে এভারটনকে চাপে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল পেপ গার্দিওলার দল। তবে রাতের পরের ম্যাচে ফুলহামের মাঠ থেকে ১–০ গোলে জিতে ফেরায় আবার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ৫৮ মিনিটে আর্সেনালের গোলটি করেছেন লিয়ান্দ্রো ত্রোসা। আট ম্যাচে পঞ্চম জয় পাওয়া সিটির পয়েন্ট এখন ১৬। ফুলহামের বিপক্ষে জয়ের পর পর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১৯।
চেলসি ৩–০ নটিংহাম ফরেস্ট
এদিকে ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসির কাছে ৩-০ গোলে হেরেছে স্বাগতিক নটিংহাম ফরেস্ট। এই হারের পর চাকরি হারিয়েছেন দলটির কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। নটিংহামের কোচ হওয়ার মাত্র ৪০ দিনের মাথায় বরখাস্ত হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেই তাকে বরখাস্ত করার কথা জানিয়েছে নটিংহাম।
সিটির মতোই চেলসির গোলগুলোও দ্বিতীয়ার্ধের। ৪৯ মিনিটে ১৯ বছর বয়সী জশ আচেমপংয়ের গোলে এগিয়ে যায় চেলসি। চেলসির জার্সিতে ইংলিশ ডিফেন্ডারের এটিই প্রথম গোল। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেতো। ৮৪ মিনিটে ৩-০ করেন রিস জেমস। এর তিন মিনিট পর লাল কার্ড দেখেন চেলসির মালো গুস্তো। এই জয়ের পর আট ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে পঞ্চম হারের দেখা পাওয়া নটিংহাম ৫ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।