ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় এ ঘটনা ঘটে।
ভেনেজুয়েলার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় রিস্ক সিস্টেম টিমগুলো জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।
দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, খনির তিনটি আলাদা শ্যাফটে (গহ্বর) এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে বন্যার পানি খনির ভেতরে ঢুকে পড়েছে। এতে খনির উপরের বা ছাদের অংশ ধসে পড়ায় শ্রমিকরা ভেতরে আটকে পড়েছেন। ফায়ার সার্ভিস প্রথমে খনির পানি পাম্প করে বের করার কাজ শুরু করেছে, যাতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা যায়।
এল কালাও ফায়ার সার্ভিস জানিয়েছে, খনির অন্য শ্রমিকদের সাক্ষ্যের মাধ্যমে মৃতের এ সংখ্যা জানা গেছে। অনেকেই এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়ভাবে ‘রাভিন’ নামে পরিচিত এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শহরটির প্রায় ৩০ হাজার মানুষের জীবিকা এ স্বর্ণখনির সঙ্গে যুক্ত। কেউ সরাসরি খনিতে কাজ করেন, কেউ খনি-সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তার অভাব ও দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।