দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, জেনে নিন আজকের বাজার দর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে বাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

এর আগে, গত ৯ অক্টোবর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের বাজার।

স্বর্ণের অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী- ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৪,৪০৯ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩,৬৭৬ টাকা, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩,২১৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com