কাজের সময় উইন্ডোজে বিজ্ঞাপনে অতিষ্ঠ, যেভাবে সমাধান পাবেন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
বিরক্তিকর বিজ্ঞাপন

অনেক সময় দেখা যায় কম্পিউটার ব্যবহারের সময় বিরক্তিকর বিজ্ঞাপনে কাজের গতি কমে যায়। আপনি একা নন। উইন্ডোজ ১০ ও ১১-এর ব্যবহারকারীরা প্রায় সবাই এই‘বিল্ট-ইন বিজ্ঞাপন সমস্যায় ভুগছেন। যদিও উইন্ডোজ মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম, তবে এর ভেতরেই লুকিয়ে আছে নানা ধরনের প্রোমোশনাল পপ-আপ, সাজেশন ও টিপস। ভালো খবর হলো এই বিজ্ঞাপনগুলো আসলে আপনি নিজেই বন্ধ করতে পারেন, তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ছাড়াই।

স্টার্ট মেনু থেকে ‘প্রমোটেড অ্যাপ’ সরিয়ে ফেলুন

স্টার্ট মেনুতে মাঝে মাঝে এমন কিছু ‘সাজেস্টেড’ অ্যাপ দেখা যায় যা আসলে মাইক্রোসফটের প্রচারণা। উদাহরণস্বরূপ, আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন, উইন্ডোজ থেকে বার্তা আসতে পারে “সুইচ টু এজ”। তবে এটি বন্ধ করতে যায় Settings > Personalization > Start
তারপর Show suggestions occasionally in Start (Windows 10) বা Show recommendations for tips, shortcuts, new apps, and more (Windows 11) অপশনটি বন্ধ করুন।

আর যদি স্টার্ট মেনুর কোনও ‘লাইভ টাইল’ বা অ্যাপ আপনাকে বিরক্ত করে, তাহলে সেটির ওপর রাইট ক্লিক Uninstall করুন, অথবা Turn Live Tile Off দিয়ে লাইভ আপডেট বন্ধ করে দিন।

লক স্ক্রিনের বিজ্ঞাপন বন্ধ

উইন্ডোজের লক স্ক্রিনেও নানা টিপস ও ফ্যাক্টস ভেসে ওঠে যা আসলে ব্যবহারকারীর চোখে বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়।
এটা বন্ধ করতে Settings > Personalization > Lock screen তারপর Windows Spotlight-এর বদলে Picture বা Slideshow নির্বাচন করুন। তাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরামর্শ দেখা যাবে না, শুধু আপনার পছন্দের ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে।

নোটিফিকেশন থেকে পপ-আপ বিজ্ঞাপন সরান

উইন্ডোজের সবচেয়ে বিরক্তিকর অংশ হলো টাস্কবারে হঠাৎ উঠে আসা পপ-আপযেখানে আপনাকে Edge ব্যবহার করতে বা Microsoft Rewards-এ যোগ দিতে বলা হয়। Windows 10-এ:
যান Settings > System > Notifications & actions তারপর সিলেক্ট থাকলে সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিন।

Windows 11-এ: যান ৎ Settings > System > Notifications
সেখানে Suggested অপশনটি বন্ধ করুন এবং নিচে Additional settings থেকে একইভাবে Welcome experience ও Tips and suggestions অপশনগুলো নিষ্ক্রিয় করুন।

মনে রাখতে হবে মাইক্রোসফট মাঝে মাঝে নতুন আপডেটের মাধ্যমে আবারও এসব বিজ্ঞাপন চালু করে দেয়। তাই সেটিংসগুলো সময় সময় চেক করে নিশ্চিত হোন যে সব অপশন বন্ধই আছে।

সূত্র: পিসি ম্যাক

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com