চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রোববার (১২ অক্টোবর) কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে বিধ্বস্ত করেছে জুনিয়র আলবেসিলেস্তেরা।
নক-আউট পর্বের এ ম্যাচের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। ম্যাচে ৬৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১২টি শট নেয় মেক্সিকো। যার ২টি লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি তারা।
অন্যদিকে ৩৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। যেখান থেকে দুটি গোল আদায় করে শেষ চারের টিকিট পায় আলবিসেলেস্তেরা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নবম মিনিটে মাহির কারিজোর গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে মেক্সিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার।