নারী ওয়ানডে বিশ্বকাপে নিয়মিত দেখা যাচ্ছে এক ধরণের দৃশ্য, টপ ও মিডল অর্ডারে ব্যাটিং ধস, এরপর একজন ব্যাটার এসে দলকে তাড়া থেকে উদ্ধার করছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই দৃশ্যটি স্পষ্টভাবে দেখা গেল।
ভারতের ইনিংসে প্রতীকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানার (২৩) উদ্বোধনী জুটি ৫৫ রানের পার্টনারশিপ গড়ার পর ব্যাটিং বিপর্যয় নেমে আসে। মাত্র ৪৭ রান যোগ করার পর ভারতের ৬ উইকেট পড়ে যায়। ভারতের শেষ পর্যন্ত ইনিংস ২৫১ রানে অলআউট হয়। ভারতের আট নম্বর ব্যাটার রিচা ঘোষ অষ্টম উইকেটে ৭৭ বলে ৯৪ রান করে দলের স্কোরকে দৃঢ়তার দিকে নিয়ে যান। এই ইনিংসে রিচা মেরেছেন ১১টি চার ও ৪টি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বার ৯০-এর ঘরে পৌঁছানোর কৃতিত্ব।
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতে সমস্যার মুখে পড়ে। ওপেনার লরা ভলভার্ট (৭৭) ও চতুর্থ নম্বরে নেমে ক্লোয়ি ট্রাইওন (৪৯) ১৪২ রানের জুটি গড়েন। এরপর যখন ট্রাইওন ফেরেন, তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২১১/৭ (৪৫.৫ ওভার)।
সেখান থেকে হাল ধরেন নাদিন ডি ক্লার্ক। ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে তিনি দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮১ রান ব্যবধানে ৩ উইকেটে জয় এনে দেন। এছাড়াও বল হাতে ২ উইকেট নেন ডি ক্লার্ক।