বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে ভুয়া ঋণ অ্যাপ, সতর্কবার্তা জারি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি প্রতারক চক্র। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে জানানো হয়, সম্প্রতি https://dbbloan.com এবং https://bdloan71.com নামের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত অ্যাপ ও ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হচ্ছে।

এসব ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো ধরনের তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করতে বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী,
বাংলাদেশ

ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জনসাধারণকে যেকোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com