বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি নাজমুল-ফারুক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্বে আসছেন সাবেক ক্রিকেটার ও কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বোর্ডের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–১ থেকে নির্বাচিত হয়েছেন বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। অন্যদিকে ক্লাব পর্যায়ের ক্যাটাগরি–২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।

সব কিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ-সভাপতি এবং দুই সহ-সভাপতি।

নির্বাচনের আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থীতা প্রত্যাহার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ২১ জন পরিচালক প্রার্থী। তাদের অনুপস্থিতিতে বাকি প্রার্থীদের নিয়েই অনুষ্ঠিত হয় নির্বাচন।

নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে ই-ভোট ব্যবস্থার ব্যবহার দেখা যায়। তবে ভোটদানের হার কিছুটা কম ছিল। ক্যাটাগরি–২ (ক্লাব পর্যায়): ৭৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৩টি (৩৪ ই-ভোট, ৯ সরাসরি)। ক্যাটাগরি–৩: ৪৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২টি (৫ ই-ভোট, ৩৭ সরাসরি)।

রাজশাহী বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭টি (৬ ই-ভোট, ১ সরাসরি)। রংপুর বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫টি (৩ ই-ভোট, ২ সরাসরি)।

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবার প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট।

২০২১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন পাইলট। এবার তার প্রত্যাবর্তন হলো জয়ের মাধ্যমে।

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতরা
ক্যাটাগরি–১: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২: ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩: খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর। খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান। ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল। বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন। সিলেট বিভাগ- রাহাত শামস। রাজশাহী- মোখলেসুর রহমান। রংপুর- হাসানুজ্জামান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com