চাঁদপুরের হাজীগঞ্জে শিশুর শ্লীলতাহানির অভিযোগে আটক হওয়া এক আওয়ামী লীগ নেতাকে থানার হেফাজত থেকে ছাড়িয়ে আনতে হাজির হয়েছিলেন স্থানীয় জামায়াতের এক নেতা। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মেলিটারী একই গ্রামের এক শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে শিশুটির বাবা হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরই পুলিশ সিরাজ মেলিটারীকে আটক করে।
পরে ওই দিনই সিরাজ মেলিটারীকে ছাড়িয়ে আনতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি আবদুল কাদের থানায় যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশুর বাবা যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আসামি সিরাজ মেলিটারীকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযোগটি সংবেদনশীল হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, প্রতিদ্বন্দ্বী দলের নেতার থানায় গিয়ে এমন তৎপরতা রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তোলে।