দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (০৪ অক্টোবর) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৯ সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের বাজারে স্বর্ণের দাম নতুন সমন্বয় অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রতি ভরি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায়। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

নতুন সমন্বয় অনুযায়ী দেশের বাজারে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা প্রতি ভরি।

বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪১ বার এবং কমানো হয়েছে ১৮ বার। গত বছর ২০২৪ সালে দেশজুড়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম হ্রাস করা হয়েছিল।

অপরদিকে, দেশের বাজারে রুপার দাম পরিবর্তিত হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। একইভাবে, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯৬৩ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com