ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরায়েলি সেনারা নারী অভিযাত্রীদের অবৈধভাবে আটক করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ও নৌযান আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, যদি এই প্রতিবেদনগুলো সত্য হয়, তাহলে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে পেত্রো দখলদার ইসরায়েলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com