লাউতারো মার্তিনেজের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। সান সিরোতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চেক ক্লাব স্লাভিয়া প্রাহাকে ৩-০ গোলে পরাজিত করেছে ইতালিয়ান ক্লাবটি। দলের হয়ে অন্য গোলটি করেন ডেনজেল ডামফ্রিস। অন্যদিকে, একই রাতে স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে তারা ১-০ ব্যবধানে পরাজিত করেছে বেনফিকাকে।
আয়াক্সের বিপক্ষে প্রথম ম্যাচে না থাকলেও, দ্বিতীয় ম্যাচে ফিরেই আলো ছড়ান আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। মৌসুমে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জোড়া গোল তুলে নেন তিনি। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রাখা ইন্টারকে ৩০তম মিনিটেই এগিয়ে দেন এই ফরোয়ার্ড। প্রাহার গোলরক্ষক জিন্দরিচ স্টানেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তিনি খালি জালে বল পাঠান। তিন মিনিট পর মার্কাস থুরামের থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস। এরপর ৬৫তম মিনিটে গিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন লাউতারো, তাতে ইন্টার ৩-০ গোলের জয় নিশ্চিত করে।
অন্যদিকে, স্টামফোর্ড ব্রিজে বল দখলে এগিয়ে থেকেও বেনফিকার জালে বল জড়াতে পারেনি চেলসি। তাদের জয়সূচক একমাত্র গোলটি এসেছে প্রতিপক্ষের ভুলে। ১৮তম মিনিটে গোললাইনের কাছ থেকে গার্নাচোর পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন বেনফিকার মিডফিল্ডার রিচার্ড রিওস। এই হারে সাবেক কোচ জোসে মরিনহোকে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয় পরাজয়ের স্বাদ নিয়ে। জয় পেলেও ম্যাচের শেষদিকে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও পেদ্রো, ফলে পরের ম্যাচে তাকে পাচ্ছে না ব্লুজরা।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচগুলোতে আতালান্তা ক্লাব ব্রুজকে ২-১ গোলে এবং মার্শেই আয়াক্সকে ৪-০ গোলে হারিয়েছে। তবে টটেনহ্যাম হটস্পার ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বোদো/গ্রিমতের বিপক্ষে।