দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
স্কলারশিপ

আগামী বছরের স্প্রিং সেমিস্টারের জন্য দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তির আবেদন গ্রহণ করছে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়।

২০০৩ সালে যাত্রা শুরু করা ইউএসটি বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উন্নতমানের গবেষণার সুযোগ তৈরি করেছে। এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।

বৃত্তির সুবিধা:

প্রতিবছর প্রায় ৩০০ জন মেধাবী শিক্ষার্থী এ স্কলারশিপের সুযোগ পান। বৃত্তির আওতায় টিউশন ফি, স্বাস্থ্য বিমা এবং মাসিক ভাতা প্রদান করা হয়।
মাস্টার্স শিক্ষার্থী: মাসিক ভাতা ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন।
পিএইচডি শিক্ষার্থী: মাসিক ভাতা ১৯ লাখ কোরিয়ান উন।

আবেদন যোগ্যতা

যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন (কোরিয়ান নাগরিক ব্যতীত)।
মাস্টার্সে আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স বা সমমানের ডিগ্রি আবশ্যক।
শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং নেতৃত্বগুণসম্পন্ন হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট
মাস্টার্স থিসিস (পিএইচডি আবেদনকারীদের জন্য)
স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র
ইংরেজি দক্ষতার সনদ (আইএলটিএস, টোয়েফল ইত্যাদি)

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হলে ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।

আবেদন সময়সীমা: আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৬ অক্টোবর ২০২৫। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিতে পারবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com