মেটা মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন চমক। সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে তাদের এআই–চালিত ডেটিং অ্যাসিস্ট্যান্ট ও মিট কিউট নামের দুটি নতুন ফিচারের বিষয়ে। মেটার দাবি, এই সংযোজন ব্যবহারকারীদের জন্য ডেটিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
ফেসবুক জানিয়েছে, নতুন এই চ্যাটবট ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও উপযুক্ত ম্যাচ খুঁজে দিতে সাহায্য করবে। পাশাপাশি এটি প্রোফাইলের মানোন্নয়ন বা পরিমার্জন করার দিকনির্দেশনাও দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৮ থেকে ২৯ বছরের শত-শত তরুণ-তরুণী প্রতি মাসে ফেসবুক ডেটিং প্রোফাইল তৈরি করছেন এবং গত এক বছরে তরুণদের ম্যাচ হওয়ার হার ১০ শতাংশ বেড়েছে। মেটা বিষয়টি নিয়ে অফিসিয়াল পোস্টে জানিয়েছে, আমরা চাই, আপনারা যেন অবিরাম সোয়াইপিং বা পেইড ফিচার কিনে না নিয়েও পছন্দের মানুষের সঙ্গে সহজে পরিচিত হতে পারেন।
ফেসবুক ডেটিং হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যেই থাকা একটি ফ্রি সার্ভিস, যেখানে অভিন্ন আগ্রহের মানুষদের সঙ্গে আলাপ ও পরিচিত হওয়ার সুযোগ মেলে। নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট থাকবে ‘মেটাম্যাচেস’ ট্যাবে। এই ফিচার প্রথমে যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হবে পরে অন্যান্য দেশে আসবে।
অন্যদিকে, ডেটিংয়ের ক্লান্তিকর সোয়াইপিং প্রক্রিয়ায় যারা বিরক্ত, তাদের জন্যই তৈরি ‘মিট কিউট’। অ্যালগরিদমের মাধ্যমে এটি সপ্তাহে একবার ব্যবহারকারীকে একটি ম্যাচের সঙ্গে যুক্ত করবে। চাইলে ব্যবহারকারী সেই ম্যাচের সঙ্গে সরাসরি চ্যাট শুরু করতে পারবেন অথবা আনম্যাচ করে এড়িয়ে যেতে পারবেন। ফেসবুক জানিয়েছে, ভবিষ্যতে ম্যাচ দেয়ার সময়সীমা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস