ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেয়ায় ছাত্রদল নেতা ও তার ভাইয়ের ওপর হামলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের রঘুনন্দনপুরে সন্ত্রাসী হামলায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর বিশ্বাস তাইম (২৮) ও তার ভাই সাকিব বিশ্বাস (২৩) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানভীর অভিযোগ করেন, ফেসবুকে মাদকবিরোধী একটি সচেতনতামূলক পোস্ট দেয়ার জেরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের সদস্য বাপ্পী পাট্টাদার, টিপু পাট্টাদার ও সামসু পাট্টাদার পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় সকালে রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা মোফা বিশ্বাস (৫৪) কর্মস্থলে যাওয়ার পথে এক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার ঘটনায়। এর জের ধরে দুপুরে মোফার ছেলে সিনহা (১৮)-এর ওপর হামলা চালায় একই চক্র। খবর পেয়ে সেখানে গেলে তানভীর ও সাকিবকেও মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা ভুক্তভোগীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ ঘটনায় তানভীরের মা মমতাজ বেগম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোফা বিশ্বাস সাংবাদিকদের বলেন, হামলাকারীরা এলাকায় কুখ্যাত মাদক-সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দেয় এবং দীর্ঘদিন ধরে ভীতি সৃষ্টি করে রেখেছে। জুলাই আন্দোলনের সময়ও তারা সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল লতিফ মন্ডল জানান, মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com