গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নীরব

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব । তিনি বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক মশক নিধন কর্মসূচী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেভাবে শহীদ জিয়ার যুদ্ধঘোষণা থেকে দেশ গড়ার নেতৃত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারেক রহমানও ৩১ দফার মাধ্যমে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আবারও সারা দেশে ছড়িয়ে দেব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এমন কোন শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোন ষড়যন্ত্র হতে দেবো না। বাংলাদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। পছন্দের মানুষকে নির্বাচিত করবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে চায়। এজন্য স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিবেশী দেশে হত্যাকারী-লুটেরা স্থান নিয়েছে। এজন্য আমরা যে যেখানেই আছি না কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, কেউ আহত হয়ে পড়ে আছেন। দীর্ঘ ১৬ বছরের এ দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরে লড়াই করে যাচ্ছেন। আর সেই ঐক্যবদ্ধ সংগ্রামের কারণেই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের প্রিয় দল বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব।

এসময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপিসহ, অনান্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com