জাগপার সভাপতিকে কুপিয়ে জখম

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাত পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।

তাৎক্ষণিকভাবে খন্দকার লুৎফর রহমানকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, খন্দকার লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় অতর্কিতভাবে কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।

গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বৈঠকে সর্বসম্মতভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে অবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচারসহ পাঁচ দফা দাবি গৃহীত হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com